Boro Deri by Cactus from Blah Blah Blah

Blah Blah Blah by Cactus
Song : Boro Deri | বড় দেরী
Album : Blah Blah Blah | ব্লাহ ব্লাহ ব্লাহ
Band : Cactus | ক্যাক্‌টাস্‌
Lead Vocals : Sidhu

বড় দেরী... বড় দেরী
বড় দেরী হয়ে গেলো তোর সাথে দেখা হতে
বড় দেরী
জানব কি করে দাঁড়িয়ে থাকবি তুই
এই বাঁকে, এই পথে বড় দেরী

তবুও তো পেল
বালিশের নীচে রাখা
স্যাঁতস্যাঁতে অভাববোধ
কিছু উত্তাপ
চোখের ভেতর চোখ
আরও গভীরে জল
ভাসে টলটল আমার ছায়া
নিষ্পাপ !

শান্ত বিকেলে
মেঘ করে এলে
ধুলোঝড় আবেগের-ই
ক্লান্ত বিকেলে
যদি ডাক দিলে
আদরের সাঁঝ ferry
বড় দেরী... বড় দেরী...
আগের বাঁকগুলো থেকেই
নিয়েছে কুড়িয়ে
Thermometer, sim card, শংসাপত্র
গতানুগতিক সময়
দিয়েছে বুড়িয়ে
সোনার হরিণ ভুলে নিরাপদ শর্ত
শান্ত বিকেলে...

1 comments: