Movie : মজনু | Majnu
Music Composer : Samidh Mukherjee
Singer : Samidh Mukherjee
Lyrics : Samidh Mukherjee
Starring : Hiran, Srabanti & Others
Producer : Shree Venkatesh Films Pvt. Ltd. & Surinder Films Pvt. Ltd.
Director: Rajib Biswas
Vocals : Male & Female Duet
(২ বার) মানে না যে কোনও বাধা, কোনও মানা, কোনও কিছুই আমার
পাগল মন (/ ২ বার)
এ ফকির মন... শোনেনা কারণ
এ ফকির মন... বোঝেনা বারণ
বোঝেই শুধু প্রেমেরই বাঁধন
ও হো প্রেমেরই বাঁধন
পারে না যে কোনও ব্যাথা, কোনও কথা, কোনও কিছুই বোঝাতে
আমার মন
বৃষ্টিকালে, কোন খেয়ালে, ভিজলি আমার সাথে
পড়লি কেন প্রেমেরই জালে জীবন সাথী হয়ে
ফকির মন... কাঁদে যে এখন
এ ফকির মন... জ্বলে সারাক্ষণ
(২ বার) এ ফকির মন... শোনেনা কারণ
এ ফকির মন... বোঝেনা বারণ (/ ২ বার)
বোঝেই শুধু প্রেমেরই বাঁধন
0 comments:
Post a Comment