Movie : Bangali Babu English Mem | বাঙালী বাবু ইংলিশ মেম
Singer : Shaan | শান
Music Composer : Dabbu | ডাব্বু
Lyrics by : Prosen | প্রসেন
Vocals : Male Only [Also have female chorus in English]
[F Chorus] You I feel the one I want
The only place that I belong
And this I know for sure
I never wanna lose you no.... [/F Chorus]
[২ বার] মাঝে মাঝে কি যে হয় আমার, একলা এ মন
তোরই ঘরেতে হারায় আবার, যখন তখন
মাতাল হয়ে যায় যেন মন;
তোরই নেশায় সারাক্ষণ
হাওয়ারা চুপি চুপি কানে বলে গেলো তুই আমার
ফেরারী মন কেন শুধু বলে তুই আমার [ / ২ বার]
[F Chorus] I reach for you & you are there
You're never ever far away
And now I know for sure
I'll never ever let you go [/F Chorus]
যেন ঘুম ভেঙে মাঝরাতে, তারাদের ইশারাতে
এঁকে যাই শুধু তোরই যে ছবি
জানা অজানা রাস্তাতে, ভেসে যাই চল কোন পথে
লুকোবে তোকে কোথায় পৃথিবী
জানিনা কখন এ মনে, দোলা দেয় তোর সে টানে
খুঁজে ফিরি তোর ঠিকানা, সেই সীমানা পার হব দুজন মিলে
[২ বার] হাওয়ারা চুপি চুপি কানে বলে গেলো তুই আমার
ফেরারী মন কেন শুধু বলে তুই আমার [ / ২ বার]
এত ভালো কেন দেখতে বল, তোকে পেলে দুনিয়া অচল
আমি জেগে থাকি তোরই জন্যে রোজ
ধীরে ধীরে ধরা পড়বি আয়, তোকে বেঁধে নেব ইশারায়
কি যে অবস্থা আমার একটু বোঝ
আজকাল মনটা থাকে, তোরই আঁকে বাঁকেতে
হেসে দিলে চাই মরে কি বেঘোরে তোকে বলে বোঝানো দায়
[২ বার] হাওয়ারা চুপি চুপি কানে বলে গেলো তুই আমার
ফেরারী মন কেন শুধু বলে তুই আমার [ / ২ বার]
মাঝে মাঝে কি যে হয় আমার, একলা এ মন
তোরই ঘরেতে হারায় আবার, যখন তখন
মাতাল হয়ে যায় যেন মন;
তোরই নেশায় সারাক্ষণ
[২ বার] হাওয়ারা চুপি চুপি কানে বলে গেলো তুই আমার
ফেরারী মন কেন শুধু বলে তুই আমার [ / ২ বার]
0 comments:
Post a Comment