Album : Fossils 4
Performer : Fossils
Vocals : Male Lead & Male Chorus
এক হাত থেকে অন্য হাতে, শুধু বদলাও হাজার বিছানায়
কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও;
কোন লজ্জায় বহু ব্যাবহৃত, ঠোঁটে হাসি রেখেছো এঁকে
হারিয়েছো কি নিরুদ্দেশে ঠিকানা দাও।
এক হাত থেকে অন্য হাতে, শুধু বদলাও হাজার বিছানায়
কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও;
কোন লজ্জায় বহু ব্যাবহৃত, ঠোঁটে হাসি রেখেছো এঁকে
হারিয়েছো কি নিরুদ্দেশে ঠিকানা দাও।
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমার এ মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়।
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
এক দিন শেষ হয়ে যাবে সব, শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব কাল হবে
সেই ফেলে আসা ফিরে আসার পথ, আর ছুঁড়ে ফেলা কোনোও শপথ
অনুশোচনার আছে জেগে রাত, সকাল হবেই
রঙ পাল্টে নেবে গিরগিটি, বিপ্লব শুধু Amity
পাইকারী এই কারবারে, বারে বারে।
ও.... দাঁড়িয়ে আজ Gypsy Caravan, যাবো as soon as I can
বৃথা উদ্ভিদ ঘড়বাড়ি তে রাত বাড়ে
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমার এ মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়।
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
এক দিন শেষ হয়ে যাবে সব (Lead & Background Chorus) [Repeat 10 Times]
কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও;
কোন লজ্জায় বহু ব্যাবহৃত, ঠোঁটে হাসি রেখেছো এঁকে
হারিয়েছো কি নিরুদ্দেশে ঠিকানা দাও।
এক হাত থেকে অন্য হাতে, শুধু বদলাও হাজার বিছানায়
কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও;
কোন লজ্জায় বহু ব্যাবহৃত, ঠোঁটে হাসি রেখেছো এঁকে
হারিয়েছো কি নিরুদ্দেশে ঠিকানা দাও।
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমার এ মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়।
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
এক দিন শেষ হয়ে যাবে সব, শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব কাল হবে
সেই ফেলে আসা ফিরে আসার পথ, আর ছুঁড়ে ফেলা কোনোও শপথ
অনুশোচনার আছে জেগে রাত, সকাল হবেই
রঙ পাল্টে নেবে গিরগিটি, বিপ্লব শুধু Amity
পাইকারী এই কারবারে, বারে বারে।
ও.... দাঁড়িয়ে আজ Gypsy Caravan, যাবো as soon as I can
বৃথা উদ্ভিদ ঘড়বাড়ি তে রাত বাড়ে
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমার এ মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়।
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
এক দিন শেষ হয়ে যাবে সব (Lead & Background Chorus) [Repeat 10 Times]
0 comments:
Post a Comment