Kkhnoro Aamar Fossil from Fossils 4

Song : Kkhnoro Aamar Fossil | খোঁড়ো আমার ফসিল
Album : Fossils 4
Performer : Fossils
Vocals : Male Lead & Male Chorus

ভেসে যাচ্ছি এবং ভিজে যাচ্ছি আবার
এক অপূর্ব অসম্ভবে.....
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার।
ফিরে এসো সাহসীনী, অথবা ডুবে যাও
এ আবেগের, মহোৎসবে....
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার।

তীরে এসো সাহসীনী, অথবা ডুবে যাও
এ আবেগের, মহোৎসবে....
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার।

মাঝে মাঝে দেখি তোকে
অতীতে ফিরি পলকে
আর নতুন কোনোও স্তবকে
বন্দী হয় সে অনুভব...
এএএএ....
অন্ধ হয়ে যেতাম যদি
কল্পনার নিজস্ব নদী
অন্ধকার সমুদ্রে ভেসে এ
জানাতো ফেরাটা অসম্ভব
খোঁড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল
প্রতিক্রিয়াশীল, কোনোও বিপ্লবে...
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, তুমি কি আমার আ হা হা আ.....

যদি এ হৃদয় ছুঁতে,সান্নিধ্যের বিদ্যুতে
একবার যদি হতে, বাঁচার শেষ সম্ভাবনা.....
আজ জানি দিচ্ছে যে, অবমৃত্যুর ইচ্ছে যে
তোর নিষ্ঠুর দৃষ্টিতে, কখনও আশ্বাস পাবো না....
তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর শমন আমার
মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান।
ক্ষতবিক্ষত শিরাতে... তুই অন্তঃপীড়াতে
প্রেমের প্রত্যাখাতে...
আজও তোর.......
অনুসন্ধান

0 comments:

Post a Comment