Album : Blah Blah Blah | ব্লাহ ব্লাহ ব্লাহ
Band : Cactus | ক্যাক্টাস্
Lead Vocals : Dibyendu | দিব্যেন্দু
মন
বড় অবুঝ এই মন
কিছুতেই মানে না হায় !
অবিরাম
আহত স্মৃতির ভীড়, তবু
আমি যে চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায় !!
কখন
জানিনা তো কখন
আবছা হলে কুয়াশায়...
আমি স্বপ্নের পথে পথে শুধু
হায় কত খুঁজেছি তোমায়
আমি শুধু খুঁজেছি তোমায় !!
0 comments:
Post a Comment