Album : Blah Blah Blah | ব্লাহ ব্লাহ ব্লাহ
Band : Cactus | ক্যাক্টাস্
Lead Vocals : Sidhu
আমার ই ঠিকানা থেকে
আমি উধাও
বেরিয়ে পড়েছি তবে
যাবনা কোথাও !
শুধু অন্ধগলি থেকে
ফিরে এসে
তোমার চোখের সহজ
তোমার চোখের সহজ ।
চলতে চলতে চলতে
হঠাৎ নিখোঁজ
শরীর মিলিয়ে গেছে
শুধুই মগজ !
বাঁকাচোরা মুখের ভীড়ে
খুঁজি আমি
তোমার চোখের সহজ !
নিরুদ্দেশের বিজ্ঞাপনে
আমার ছবি
হে আমার
নির্বাসিত কবি
যত জ্যামিতিক আঁকিবুঁকি
ভুলে গিয়ে
তোমার চোখের সহজ ।
0 comments:
Post a Comment