Chol Chol Chol from Hanuman.Com

Song : চল চল চল | Chol Chol Chol
Movie : হনুমান ডট কম | Hanuman.Com
Singer : অরিজিৎ সিং | Arijit Singh
Music Composer : ইন্দ্রদীপ দাশগুপ্ত | Indradeep Dasgupta
Vocals : Male Only & Chorus
চল চল চল
হে......
হে ইয়ে এ
স্পৃহাতে মন, ছিন্নভিন্ন পথ
তোর চালচুলো ঘর, শেষ প্রান্তের পর
সন্ধ্যে নামলে, ফেরত চল চল চল
চল চল চল .... (কোরাস) ৩
কাছে না এলে কি দূরে যাওয়া যায়?
দূরে না গেলে কি ?
কাছে আসা যায়.... ? আসা যায় ?
উ উ উ... উ ম ম ম
বল বল বল (কোরাস) ২
চল চল চল (কোরাস) ২
বল চল চল
চল বল বল
বল চল চল
সুখী মুখগুলো, মিথ্যে দাঁতগুলো
খেয়াল খুশী সব, ভুলে গিয়ে বল
সন্ধ্যে নামুক, সন্ধ্যে নামুক
তুই একলা চল.....
চল চল চল .... (কোরাস) ৪ বার
হে......
হে ইয়ে এ
কাছে না এলে কি দূরে যাওয়া যায়?
দূরে না গেলে কি ?
কাছে আসা যায়.... ? আসা যায় ?
উ উ উ... উ ম ম ম
বল বল বল (কোরাস) ২
চল চল চল (কোরাস) ২

0 comments:

Post a Comment